1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

ঝিনাইগাতীতে আসঝির মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ: সামাজিক কল্যাণে অনন্য উদাহরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে আসঝি সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিলেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিনাইগাতীতে আসঝি সংগঠনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে অংশ নিলেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মানুষের কল্যাণে কাজ করে চলেছে ‘‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’’ (আসঝি) নামের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। ২০২০ সালের ১ জুন যাত্রা শুরু করা এ সংগঠনটি ইতোমধ্যেই শতাধিক কার্যক্রম সম্পন্ন করে স্থানীয়দের কাছে আস্থা অর্জন করেছে। সংগঠনের মূলমন্ত্র— “কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন”।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আসঝি। প্রায় এক হাজার ফলজ ও ঔষধি গাছের চারা এ কর্মসূচির আওতায় বিতরণ ও রোপণ করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতীর রাংটিয়া মারকাজুল তাক্বওয়া মাদ্রাসা প্রাঙ্গণে চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন এবং রাংটিয়া রেঞ্জ অফিসার মোহাম্মদ আব্দুল করিম। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ। এ সময় সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আব্দুল আলিম, মাহফুজ, জামাল উদ্দিনসহ স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শুধু বৃক্ষরোপণ নয়, মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে আসঝি। সংগঠনের উদ্যোগে এ পর্যন্ত ৪১৫ জন রোগীর জন্য ব্লাড ডোনেশন সম্পন্ন হয়েছে। অসুস্থ ও অসহায়দের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, এতিম শিক্ষার্থীদের ভর্তি ফি প্রদান, কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং কোভিড-১৯ পরিস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রমও পরিচালিত হয়েছে।

২০২১ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়নে এক হাজার গাছ রোপণ ও বিতরণ করে আসঝি। ফেনী-নোয়াখালীর বন্যায় ত্রাণ সহায়তা, ২০২৪ সালের ঝিনাইগাতী বন্যায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন দুর্যোগকালীন সহায়তাও করেছে সংগঠনটি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,
“আসঝি সংগঠনটি অল্প সময়ে ঝিনাইগাতীর মানুষের কল্যাণে অসাধারণ ভূমিকা রাখছে। বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি বড় সম্পদ হবে। আমি সংগঠনের প্রতিটি উদ্যোগকে সাধুবাদ জানাই।”

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,
“আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। ঝিনাইগাতীকে সবুজ ও কল্যাণমুখী উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”

সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ বলেন,
“ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। আমরা চাই ঝিনাইগাতীর প্রতিটি মানুষ আসঝির পাশে থাকুক, তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।”

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এ সংগঠন মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে। স্থানীয়দের প্রত্যাশা, আসঝির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট