1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর নকলায় নিখোঁজ ৭ বছরের রেশমির মরদেহ বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার বকশীগঞ্জ থানার নবাগত ওসিকে উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা পঞ্চগড়ে নির্বাচনে ব্যালটে সীল মেরে ছবি পোস্ট করা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আটক বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার অপারেশন ডেভিল হান্টে রাণীনগরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার মেটার সিদ্ধান্তে বন্ধ হলো সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

রাজশাহীতে গৃহবধূর ঘরে প্রতিবন্ধী যুবক আটক, সালিশে তালাক ও অপমান—স্থানীয়দের ক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাটে গৃহবধূর ঘরে প্রতিবন্ধী যুবক আটক ও সালিশে অপমান—স্থানীয়দের ক্ষোভের সৃষ্টি
রাজশাহীর চারঘাটে গৃহবধূর ঘরে প্রতিবন্ধী যুবক আটক ও সালিশে অপমান—স্থানীয়দের ক্ষোভের সৃষ্টি

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি উত্তরপাড়ায় এক গৃহবধূর ঘরে প্রতিবন্ধী যুবক আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম সজিব (২২)। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং কালুহাটির নাসিরের ছেলে। গৃহবধূ স্থানীয় আশরাফ আলীর দ্বিতীয় স্ত্রী। তাদের প্রায় ১০ বছরের সংসার ছিল। ঘটনার রাতেই সজিবের মা প্রথমে গৃহবধূর ঘরে তাদের একসঙ্গে দেখতে পান, এরপর বিষয়টি দ্রুত গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই গ্রামবাসীর উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতা শাহীনসহ প্রভাবশালী ব্যক্তিরা এবং গ্রামের প্রামাণিকরা উপস্থিত ছিলেন। পরদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সালিশে সিদ্ধান্ত হয়, গৃহবধূর দেনমোহর ও যাবতীয় পাওনা পরিশোধ করে কাজী সিদ্দিক আলীর মাধ্যমে খোলা তালাক সম্পন্ন করা হবে। এর ফলে গৃহবধূর প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশ চলাকালে বিএনপি নেতা শাহীন সজিবকে মারধর করেন। এছাড়াও বর্বরোচিত কায়দায় মাটিতে থুতু ফেলে তা জিহ্বা দিয়ে চাটতে বাধ্য করা হয় তাকে। জনসম্মুখে কান ধরে ভুল স্বীকার করানো হয়। স্থানীয়রা এ ঘটনাকে ‘অমানবিক ও লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

এক প্রবীণ ব্যক্তি বলেন, “একজন নারী তার সংসার হারালেন, আর এক প্রতিবন্ধী যুবক মানবিক মর্যাদা হারাল। এখানে কে অপরাধী আর কে ভুক্তভোগী তা স্পষ্ট না করেই এমন তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অন্যায়।”

অন্য একজন যুবক বলেন, “আমাদের ধারণা, সজিব ও তার মায়ের ষড়যন্ত্রের কারণে গৃহবধূর সংসার ভেঙে গেছে। কিন্তু কোনো সঠিক তদন্ত হয়নি। শুধু গ্রাম্য চাপে তালাক হয়ে গেল।”

ঘটনার পর থেকে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের একটি অংশ মনে করছে, প্রতিবন্ধী যুবককে ব্যবহার করে পরিকল্পিতভাবে গৃহবধূকে ফাঁসানো হয়েছে। অন্যরা বলছেন, সত্যিই যদি অনৈতিক সম্পর্ক ঘটে থাকে, বিচার হওয়া উচিত প্রমাণের ভিত্তিতে, অমানবিক আচরণের মাধ্যমে নয়।

কালুহাটি উত্তরপাড়ার এই ঘটনা আবারও গ্রামীণ সালিশ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত ছাড়া হঠাৎ সিদ্ধান্ত, অমানবিক আচরণ এবং সামাজিকভাবে কাউকে হেয় করা—এ ধরনের ঘটনাই এখন স্থানীয়দের মধ্যে ন্যায়বিচারের প্রশ্ন তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট