1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

ঝিনাইগাতীতে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুবদল নেতা আব্দুল মতিন, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
ঝিনাইগাতীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুবদল নেতা আব্দুল মতিন, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভারুয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে যুবদল নেতা আব্দুল মতিন জানান, মৃত গাতাইন মারাকের কন্যা নমুনা সাংমা ও যমুনা সাংমার কাছ থেকে তিনি বাঐবাধা মৌজার ৮৬ নং খতিয়ানভুক্ত বিআরএস রেকর্ডমূলে ৪৭১ দাগের ৮০ কাতে ১৫ শতাংশ জমি মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। এসময় ৫ লক্ষ টাকা তিনি যমুনা সাংমাকে পরিশোধ করেন এবং লেনদেনের দলিল স্ট্যাম্পে লিখিতভাবে সম্পন্ন হয়।

তিনি অভিযোগ করে বলেন, জমির টাকা আত্মসাতের মিথ্যা নাটক সাজিয়ে গত ২৮ সেপ্টেম্বর নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেন। তারা দাবি করেন, ১৭ সেপ্টেম্বর রাতে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

যুবদল নেতা মতিন বলেন, এই ঘটনায় তার সামাজিক মর্যাদা ও মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতির বিবেক। কলমের শক্তি দ্বারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট