আশিকুর রহমান, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বিকালে চেরাগআলী দত্তপাড়া এলাকায় আয়োজিত এই কর্মশালায় টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাদাত হোসেন টিপুর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও ওলামা দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে রূপরেখাটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের নেতাদের প্রস্তুত করা হয়েছে।
কর্মশালায় বক্তারা আরও বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি জাতীয় মুক্তির সনদ। গণমানুষের অধিকার পুনরুদ্ধারে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাঠপর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি।
প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “৩১ দফা বাস্তবায়ন দেশের জন্য যুগান্তকারী। প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা আমাদের মূল লক্ষ্য।”