1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন ও স্থানীয় নেতাকর্মীরা।
গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন ও স্থানীয় নেতাকর্মীরা।

আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি পালিত হয়। এতে গাছা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,
“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি আধুনিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব হবে। আমরা মানুষের দুয়ারে গিয়ে এসব দফার গুরুত্ব তুলে ধরছি।”

তিনি আরও বলেন,
“গাজীপুর-৬ আসনের জনগণ পরিবর্তন চায়। তারা দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনা থেকে মুক্তি চায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ হবে সুশাসন ও ন্যায়ের রাষ্ট্র।”

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় দোকানপাট, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের পক্ষে সমর্থন জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ কর্মী-সমর্থক। এসময় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা মেনে নির্বাচনী প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট