1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে
নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদ, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখা কার্যালয়ে নিহতের মেয়ে মোছাঃ মাহমুদা আক্তার সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আবুল কালাম (আইডি নং: ৬১১৭২৫৫২২৯৩২৫), তার স্ত্রী মোছাঃ শামছুন্নাহার ও মেয়ে মোছাঃ কামরুন্নাহারসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে তার পিতা আঃ মন্নাছকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়ের করা হয় (জি-আর মামলা নং-৭২/১৫, মামলা নং-৩০(২)১৫, দায়রা জজ নং-১২৮০/২১)।

মাহমুদা আক্তার অভিযোগ করেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা এখনও গ্রেফতার হয়নি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সময় তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা দীর্ঘ ১০ বছর ধরে নিজ বাড়িতে ফিরতে পারছেন না এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহায়তায় সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। পরিবার আজ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে। তবুও তারা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মাহমুদা আক্তার বলেন, সাংবাদিক সমাজের সহায়তায় আমরা বিশ্বাস করি— প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানবিক বিবেচনায় ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট