আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আলাইপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমিরুল ইসলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি ছোট ক্যানেল পার হতে গেলে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। মুহূর্তেই তার সঙ্গীরা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা বাঘা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বাঘা ফায়ার সার্ভিসের প্রধান জানান, অভিযান শুরু করার ১০ মিনিটের মাথায় দুপুর ২টা ৪০ মিনিটে পানির তলদেশ থেকে আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আমিরুল ইসলাম একজন শান্ত, পরিশ্রমী ও সমাজসেবী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা।