1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় অভিযানের মাঠে বাকেরগঞ্জের ইউএনও রুমানা আফরোজ বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাবেদ সুমন রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম নান্দাইলে আঃ মন্নাছ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে নিহতের মেয়ের সংবাদ সম্মেলন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

রাজশাহীতে প্রেমের বিয়ের পর নির্মম পরিণতি, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রেম করে বিয়ের পর নিহত বর্ষা খাতুনের ছবি
প্রেম করে বিয়ে, কিন্তু শেষ হলো এক নির্মম পরিণতিতে—রাজশাহীতে বর্ষা খাতুনের মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা।


আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম এলাকার মনিয়া আক্তার বর্ষা খাতুন (২২) প্রেম করে বিয়ে করেছিলেন দুর্গাপুর উপজেলার মৃত আয়ুব মন্ডলের ছেলে নাহিদ হোসেনকে (২৭)। কিন্তু সেই প্রেমের সংসার টিকলো না, শেষ হলো এক নির্মম পরিণতিতে। পরিবারের দাবি—বর্ষাকে হত্যা করা হয়েছে।

প্রায় চার বছর আগে দুই পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন নাহিদ ও বর্ষা। সংসারে এক পুত্রসন্তানও জন্ম নেয়। তবে বিয়ের শুরু থেকেই নাহিদের পরিবারের হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বর্ষা। নির্যাতন সহ্য করতে না পেরে বহুবার বাবার বাড়িতে ফিরে আসলেও শ্বশুরপক্ষের চাপে আবারও ফিরে যেতে বাধ্য হন তিনি।

গত ১০ সেপ্টেম্বর আবারও বর্ষার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। এরপর তিনি বিষপান করেন বলে দাবি শ্বশুরপক্ষের। তবে বর্ষার পরিবারের অভিযোগ—তাকে জোর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বরং ফোনে ডেকে পাঠানো হয় বর্ষার পিতাকে। পরে তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটলেও কর্তব্যরত চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত বর্ষার পিতা মনিরুল ইসলাম চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। আসামিরা হলেন—স্বামী নাহিদ ইসলাম, শাশুড়ি রেশমা বেগম, দেবর শান্ত এবং মামা আজাদ।

বর্ষার পরিবার অভিযোগ করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। নিহতের মা নাজলী বেগম বলেন, “আমার মেয়েকে তারা দীর্ঘদিন নির্যাতন করেছে। চিকিৎসা না দিয়ে ফেলে রেখেছে। এটা সুস্পষ্ট হত্যাকাণ্ড।”

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন এবং আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এভাবেই শেষ হলো একটি প্রেমের সংসারের গল্প, রেখে গেল তিন বছরের এক অনাথ সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট