বাকেরগঞ্জ প্রতিনিধি:
শিক্ষকতা শুধু পেশা নয়, এটি আজীবনের অঙ্গীকার, দায়িত্ব ও আলোকিত মানবিকতার প্রতীক। সেই মানবিকতার আলোয় আলোকিত হয়ে বরিশালের বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ পেয়েছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হয়।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্য নিয়ে রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
দীর্ঘ সময় ধরে বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখছেন এইচ এম জাফর আহমেদ। তাঁর শিক্ষা দর্শনের মূলমন্ত্র—“শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলা।”
‘গুণী শিক্ষক’ হিসেবে এই সম্মাননা নিঃসন্দেহে বাকেরগঞ্জের শিক্ষা অঙ্গনে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।