
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তিন জুয়াড়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কয়েতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী নগদ ৬ হাজার ৫২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও ৫ প্যাকেট খেলার তাস জব্দ করে। পরে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
আটক ব্যক্তিরা হলেন—
পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন মনু (৫৪),
মিঠাপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫) এবং
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহাবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৪৯)।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম তাদের মধ্যে দুজনকে ১৫ দিন এবং একজনকে ১০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।