মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের প্রভাব ও কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার (৬ অক্টোবর) সকালে চাটখিল কামিল মাদ্রাসা মার্কেট এলাকায় ইসলামী ব্যাংকের চাটখিল শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনেরও বেশি পটিয়া উপজেলার বাসিন্দা। দেশের অন্যান্য ৬৩ জেলার মেধাবী প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্তদের অনেকেই ব্যাংকিং সেবায় দক্ষ নন এবং স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা পেশাদার সেবা পেতে সমস্যায় পড়ছেন। এতে ব্যাংকের সার্বিক সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে ইসলামী ব্যাংক চাটখিল শাখার গ্রাহক শামসুল আলম, বোরহান উদ্দিন ও রবিউল ইসলাম বক্তব্য রাখেন। তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “ইসলামী ব্যাংকের মূল নীতি ছিল ন্যায়, সততা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ—কিন্তু এস আলম গ্রুপ ব্যাংকটিকে নিজেদের নিয়ন্ত্রণে এনে সেই নীতি ভঙ্গ করেছে। এখন সময় এসেছে জনগণের ব্যাংককে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।”
তারা সরকারের প্রতি আহ্বান জানান, ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং একক গোষ্ঠীর প্রভাবমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।