মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার এবং মূলহোতা একজন পলাতক রয়েছে। এছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত চারটি সিএনজি ও তাদের চালকদেরও আটক করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থানে এ অভিযান চালানো হয়।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বিজিবির একটি টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ বাংলাদেশিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের চেন্নাই শহরে শ্রমিক হিসেবে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রতিজন ৫ হাজার টাকা করে মানবপাচারকারী চক্রকে প্রদান করেন সীমান্ত পার হওয়ার জন্য।
বিজিবি জানায়, এ ঘটনায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে, আর সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে চারটি সিএনজি, চার চালক, ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি ও নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।