মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আওয়ামী লীগ রাজনীতির পাশাপাশি হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া তিনটি মামলা রয়েছে। সোমবার দুপুর থেকেই যৌথ বাহিনীর সদস্যরা হাতিয়া আদালত এলাকায় অবস্থান নেন এবং বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
তার গ্রেপ্তারের পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ওছখালী বাজারে বিক্ষোভ মিছিল বের করে এবং ছাইফ উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। এ সময় যৌথ বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, আওয়ামী লীগ সভাপতির গ্রেপ্তারে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে আনন্দ প্রকাশ করেন। তারা দাবি করেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় এটি সময়োপযোগী পদক্ষেপ।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, “ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তিনি জামিনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তারের পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় পুরো হাতিয়া উপজেলায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আওয়ামী লীগ ও বিএনপির এমন মুখোমুখি অবস্থান হাতিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।