নিজস্ব প্রতিবেদক │
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশ ও গবেষণায় ছিলেন এক অগ্রণী ব্যক্তিত্ব। তিনি নিষ্ঠার সঙ্গে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকারের উন্নয়নে তার দেওয়া প্রস্তাবনা ছিল যুগোপযোগী ও বাস্তবসম্মত।
ড. ইউনূস বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে ছিলেন একজন খ্যাতিমান গবেষক ও লেখক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করেছেন।
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে প্রায় ২০টি গ্রন্থসহ অসংখ্য প্রবন্ধ লিখেছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তার রচনা ও গবেষণা আগামী প্রজন্মের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।”
প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন। তার মৃত্যুতে দেশ হারালো এক সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে।
প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি ১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।