আমিরুল ইসলাম, শেরপুর থেকে:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুল্লাহ (জনপ্রিয়ভাবে পরিচিত আব্দুল্লাহ মেম্বার)।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ইউপি সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. আব্দুল্লাহ ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একইসঙ্গে মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ইউনিয়ন প্রশাসক ডা. শাকিব হোসেন সাগর। এ সময় ইউপি সচিব বিল্লাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সব সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ মেম্বার দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নন্নী ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।