মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি | নিউজ গ্রামবাংলা
শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল অবৈধভাবে মজুতের অভিযোগে একটি রাইস মিল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী ওই মিলে সরকারি চাল মজুতের বিষয়টি শনাক্ত করেন এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করেন।
পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান বলেন,
“খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এই চাল অবৈধভাবে সংগ্রহ করে বাণিজ্যিকভাবে বিক্রি করছে। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।