
রৌমারী সংবাদদাতা:
রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামের সুরুত আলীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সন্দেহজনকভাবে মোঃ এনামুল হক (১৩) ও মোঃ সাদ্দাম হোসেন (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে এবং দুই কিশোরের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রৌমারী উপজেলা চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “নির্দোষ কিশোরদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও তাদের দ্রুত মুক্তি চাই।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ।