1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

নোয়াখালীতে বিএনপি নেতার জামিন নামঞ্জুর: আইনজীবীর ওপর হামলার চেষ্টা ও সাংবাদিকদের বাধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
নোয়াখালী আদালত প্রাঙ্গণে বিএনপি নেতার জামিন নামঞ্জুরের পর উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
নোয়াখালী আদালত প্রাঙ্গণে বিএনপি নেতার জামিন নামঞ্জুরের পর উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতার জামিন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালত এ আদেশ দেন।

জামিন নামঞ্জুরের পর আদালত চত্বরে আসামির অনুসারীরা বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় সংবাদ সংগ্রহে গেলে বাংলানিউজগ্লোবাল টিভির সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়।

আইনজীবী বোরহান উদ্দিন জানান, আসামির জামিন না হওয়ায় তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হয়। “আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কাজেও বাধা সৃষ্টি করে,” বলেন তিনি।

তিনি আরও জানান, সৌদি প্রবাসী ভুক্তভোগী মহিউদ্দিনের দায়ের করা মামলায় আদালত ইতিমধ্যে আসামির জামিন একাধিকবার নামঞ্জুর করেছেন। মামলাটি পিবিআই তদন্ত করছে।

পিবিআই পরিদর্শক মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, বিএনপি নেতা জসিম ও তার সহযোগীরা জোরপূর্বক টাকা আদায় ও হত্যার হুমকি দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২4 সালের ১ মার্চ বিএনপি নেতা জসিম প্রবাসী মহিউদ্দিনের পরিবার থেকে চাঁদাবাজির ২০ হাজার টাকা আদায় করেন, যা ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় পরবর্তীতে মামলা হলে আদালত জসিমের জামিন আবেদন বারবার নাকচ করেন।

অভিযোগ রয়েছে, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তীতে জেলা বিএনপি কোনো তদন্ত ছাড়াই তাঁর অব্যাহতি প্রত্যাহার করে।

ভুক্তভোগীর ভাই এডভোকেট জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, “কারাগারে থেকেও জসিমের অনুসারীরা আমাদের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে।”

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “তদন্ত ছাড়াই অব্যাহতি প্রত্যাহার হয়েছে—এমনটি ঠিক নয়। তবে স্থানীয় নেতাদের অনুরোধে সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে বলে শুনেছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট