মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে (ডিসি গেইট) জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি ও শ্রীবরদী–ঝিনাইগাতী (৩) আসনের দলীয় এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এ সময় জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু,
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।