1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
স্বামীর নির্যাতনে নিহত পঞ্চগড়ের গৃহবধূ মুনিয়ারা খুঁকি — ঘটনার পর থেকেই স্বামী পলাতক, তিনজন থানায় হেফাজতে।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


মৃত্যুর পর বলা হয় ‘ডায়াবেটিস শূন্য’, মরদেহে মিলল আঘাতের চিহ্ন

পঞ্চগড়ের বোদা উপজেলায় মুনিয়ারা খুঁকি (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জুলফিকার আলীর (৪২) বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।


কি ঘটেছিল সেদিন রাতে

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই জুলফিকার ও তার পরিবারের সদস্যরা খুঁকির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় খুঁকির শারীরিক অবস্থা খারাপ হলে প্রথমে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুঁকি মারা যান।

পরদিন সকালে খুঁকির পরিবারকে জানানো হয়, তিনি “ডায়াবেটিস শূন্য হয়ে” মারা গেছেন। তবে মরদেহের গোসলের সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবার হত্যার অভিযোগ তোলে।


পরিবারের অভিযোগ

খুঁকির বাবা মহিদুল ইসলাম বলেন,

“বিয়ের পর থেকেই আমার মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করত জুলফিকার ও তার পরিবার। তারা নির্যাতন করেই আমার মেয়েকে হত্যা করেছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

খুঁকির চাচা সামিউল ইসলাম জানান,

“জুলফিকারের প্রথম স্ত্রীও নির্যাতনের কারণে সংসার ছেড়ে চলে গিয়েছিল। আমাদের ভাজতিকে দুই দিন ধরে না খাইয়ে অমানবিকভাবে মারধর করা হয়।”


পুলিশের বক্তব্য

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন,

“খুঁকির মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জুলফিকারের বাবা-মাসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।”


স্থানীয়দের মতামত

স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান প্রধান বলেন,

“খুঁকিকে প্রায়ই মারধর করতো তার স্বামী। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পরে সেখানেই মারা যান তিনি। শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে।”


রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জুলফিকারকে স্থানীয় জামায়াত নেতা হিসেবে উল্লেখ করে নানা পোস্ট দেখা গেছে। তবে ইউনিয়ন জামায়াতের সভাপতি হামিদুল্লাহ বলেন,

“জুলফিকার আমাদের দলের কোনো পদে ছিলেন না, বর্তমানে সংগঠনের সঙ্গেও যুক্ত নন।”


সম্পাদকীয় মন্তব্য:
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট