1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি

মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ঝিনাইগাতীতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী সদর বাজারে মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


বর্ষায় ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় চার হাজার মানুষের স্বাক্ষর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে সংগৃহীত স্বাক্ষরনামাসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর জমা দেওয়া হয়।


আলোচনা সভায় স্থানীয়দের দাবি

গণস্বাক্ষর সংগ্রহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,

“প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে মহারশি নদীর দুই পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে শত শত ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার ক্ষতিগ্রস্ত হয়। স্থায়ী বাঁধ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি সম্ভব নয়।”

সভায় বক্তব্য রাখেন—
শেরপুরের বিশিষ্ট নাগরিক ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,
শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবাদুল কাদির,
জনউদ্যোগের জেলা আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ,
শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল,
অর্থ সম্পাদক দেবদাস চন্দ্র বাবু,
ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির এবং
সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমুখ।


চার হাজার মানুষের অংশগ্রহণ

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝিনাইগাতী সদর বাজারের প্রধান সড়কের পাশে গণস্বাক্ষর নেওয়া হয়।
এতে নদীর আশপাশের গ্রামের শত শত বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার হাজার মানুষ স্বাক্ষর করেন।


স্মারকলিপির তথ্য

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,
গত এক দশকে মহারশি নদীর ভাঙনে ৫০০-র বেশি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে, সহস্রাধিক খামার ও ১০ হাজার একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝিনাইগাতী সদর বাজারসহ আশপাশের শতাধিক প্রতিষ্ঠান প্রতিবছর নদী ভাঙনের হুমকিতে থাকে।

ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন,

“প্রতি বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে দুই পাড়ের গ্রামগুলো প্লাবিত হয়। এতে ফসল, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। তাই এ নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ ঝিনাইগাতীবাসীর প্রাণের দাবি।”


প্রশাসনের প্রতিক্রিয়া

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন,

“মহারশি নদী এলাকার ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াও চলছে।”


পটভূমি

গত ১৮ সেপ্টেম্বর খৈলকুড়া এলাকায় মহারশি নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এতে ৯টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন, ৫০টিরও বেশি মাছের ঘের ভেসে যায় এবং শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট