আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লিখিতভাবে শাহীন স্কুলের চেয়ারম্যান ও আঞ্চলিক প্রধানের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম পরিচালক হিসেবে যোগদানের পর থেকে অধিকাংশ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ কারণে কয়েকজন মেধাবী শিক্ষার্থী স্কুল ত্যাগ করেছে। স্থানীয়দের মতে, পরিচালক শাহ আলমের কারণে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, শাহ আলম নানা কৌশলে অভিভাবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি স্কুলে র্যাফেল ড্র/ক্রিকেট খেলার আড়ালে হাজার-হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এক অভিভাবক আশ্রাফুল আলম উজ্জল বলেন, “পরিচালক শাহ আলম অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। নানা অনিয়ম ও অহংকারী আচরণের কারণে মিটিংয়ে তিনি আমাকে অপমানিত করেছেন।”
অন্য অভিভাবক হালিমা খাতুন জানান, “আমার বাচ্চার জন্য কোনো তথ্য জানতে গেলে বকা-বকি ও অপমানের মুখোমুখি হতে হয়েছে।”
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থীর পিতা বলেন, “আমার সামনে একটি তুচ্ছ বিষয়ে একজন সিনিয়র শিক্ষককে তিনি অপমান করেছেন।”
এছাড়া, কয়েকজন শিক্ষকও বলেন, “আমরা বিনাবেতনে দীর্ঘ সময় শিক্ষার্থী ভর্তি করেছি। কিন্তু শাহ আলমের অনিয়ম ও আচরণের কারণে আমাদের মধ্যে অনেকেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।”
অভিযুক্ত পরিচালক শাহ আলম সাংবাদিকদের বলেন,
“এটা একটি তুচ্ছ ঘটনা। কয়েকজন শিক্ষক নিজে পদত্যাগ করেছেন, কাউকে চাকুরীচূত্য করিনি। আমি কাউকে অপমান করিনি। অভিযোগকারীদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলে সমাধান করেছে।”
শাহীন স্কুলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর জানান,
“অভিযোগের কপি আমরা পেয়েছি। তাকে নোটিশ দেওয়া হয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে সমন্বয় করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”