1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত রাণীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে নানা অভিযোগ, অভিভাবক ও শিক্ষকরা লিখিত অভিযোগ জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষকরা অভিযোগ জমা দিচ্ছেন।
শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষকরা লিখিত অভিযোগ দিয়েছেন — ছবি: নিজস্ব

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন শাহীন স্কুল নন্নীবাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লিখিতভাবে শাহীন স্কুলের চেয়ারম্যান ও আঞ্চলিক প্রধানের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম পরিচালক হিসেবে যোগদানের পর থেকে অধিকাংশ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ কারণে কয়েকজন মেধাবী শিক্ষার্থী স্কুল ত্যাগ করেছে। স্থানীয়দের মতে, পরিচালক শাহ আলমের কারণে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শাহ আলম নানা কৌশলে অভিভাবকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি স্কুলে র‍্যাফেল ড্র/ক্রিকেট খেলার আড়ালে হাজার-হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এক অভিভাবক আশ্রাফুল আলম উজ্জল বলেন, “পরিচালক শাহ আলম অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। নানা অনিয়ম ও অহংকারী আচরণের কারণে মিটিংয়ে তিনি আমাকে অপমানিত করেছেন।”
অন্য অভিভাবক হালিমা খাতুন জানান, “আমার বাচ্চার জন্য কোনো তথ্য জানতে গেলে বকা-বকি ও অপমানের মুখোমুখি হতে হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থীর পিতা বলেন, “আমার সামনে একটি তুচ্ছ বিষয়ে একজন সিনিয়র শিক্ষককে তিনি অপমান করেছেন।”
এছাড়া, কয়েকজন শিক্ষকও বলেন, “আমরা বিনাবেতনে দীর্ঘ সময় শিক্ষার্থী ভর্তি করেছি। কিন্তু শাহ আলমের অনিয়ম ও আচরণের কারণে আমাদের মধ্যে অনেকেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।”

অভিযুক্ত পরিচালক শাহ আলম সাংবাদিকদের বলেন,
“এটা একটি তুচ্ছ ঘটনা। কয়েকজন শিক্ষক নিজে পদত্যাগ করেছেন, কাউকে চাকুরীচূত‍্য করিনি। আমি কাউকে অপমান করিনি। অভিযোগকারীদের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলে সমাধান করেছে।”

শাহীন স্কুলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর জানান,
“অভিযোগের কপি আমরা পেয়েছি। তাকে নোটিশ দেওয়া হয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে সমন্বয় করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট