1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত রাণীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

গাজীপুর-৬ আসনে আরিফ হাওলাদারের সমর্থনে টঙ্গী পূর্ব থানা বিএনপির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
টঙ্গী পূর্ব থানা বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা আরিফ হোসেন হাওলাদার, পাশে স্থানীয় নেতৃবৃন্দ
গাজীপুরের টঙ্গী পূর্বে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার

আশিকুর রহমান, গাজীপুর:
টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার-এর প্রতি সমর্থন জানিয়ে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ডের নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ সিরাজ মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী মোঃ আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ জসিম উদ্দিন, প্রবীণ নেতা মোঃ তাঁরা মিয়া, মোঃ ইলিয়াস খান, মোঃ দুলাল মিয়া, আবুল হোসেন, আবুল হাসেম, মোঃ আল আমিন, যুবদল নেতা মোঃ শাহিন মিয়া, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোবহান আহমেদ স্বপন এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরিফ হোসেন হাওলাদার বলেন,

“গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়।”

তিনি আরও বলেন,

“গাজীপুরে আমি সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছি, কিন্তু কখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমি বিশ্বাস করি দল আমাকে বিবেচনা করবে। দলের যেখানে প্রয়োজন, সেখান থেকেই কাজ করে যাব।”

তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ-এর উদ্ধৃতি দিয়ে বলেন,

“তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কোনো সমাজবিরোধী বা অপকর্মে লিপ্ত ব্যক্তির ঠাঁই বিএনপিতে হবে না। সৎ, পরিশ্রমী ও জনবান্ধব মানুষরাই বিএনপিতে স্থান পাবেন।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ আরিফ হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভা শেষে আরিফ হাওলাদার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াগাঁও রেলওয়ে স্টেশন এলাকা ও আশপাশের দোকানপাটে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট