1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, আদালতের গ্রেফতারি পরোয়ানা
ছবি সংগৃহীত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত।

আজ সোমবার (২০ অক্টোবর) বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে থাকা চন্দন কুমার পালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন বর্তমান পিপি এডভোকেট আব্দুল মান্নান।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহমুদুল হাসান রাকিব, এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহনুর রহমান সায়েম, মোর্শেদ জিতু প্রমুখ।

উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান চন্দন কুমার পাল। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর শেরপুর জেলা ও দায়রা জজ আদালত থেকেও তিনি একটি মামলায় জামিন পান এবং ২৯ সেপ্টেম্বর জেলা কারাগার থেকে মুক্তি পান।

চন্দন কুমার পালের মুক্তির পর শেরপুরের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। গুঞ্জন ওঠে—জামিনে মুক্তি পেয়ে তিনি দেশত্যাগ করেছেন।

এর প্রেক্ষিতে গত ৬ অক্টোবর শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ডিসি গেট এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও আদালত চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে।

পরে ওইদিন বিকেলে রাষ্ট্রপক্ষের পিপি আদালতে আবেদন করেন চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির জন্য। শুনানি শেষে শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আবেদনটি মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট