1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে জয় পেতে প্রার্থীর ভাইকে মারধর, নমিনেশন ফরম ছিঁড়ে ফেলার অভিযোগ বাঘায় একই দিনে দুই গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যা, কারণ পারিবারিক কলহ শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর — আহত ৬, আটক ১ বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

নোয়াখালীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে জয় পেতে প্রার্থীর ভাইকে মারধর, নমিনেশন ফরম ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাটে শহীদ আমান উল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা ভোটে বিজয়ী হতে গিয়ে প্রার্থীর ভাইয়ের ওপর হামলা ও নমিনেশন ফরম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।

বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর ২০২৫। এর আগে ২১ অক্টোবর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। যাচাই-বাছাই হবে ২২ অক্টোবর। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও ১ জন দাতা সদস্য নির্বাচিত হবেন।

দাতা সদস্য পদে প্রার্থী হতে চেয়েছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. ইয়াসিন বাবুল। তিনি অভিযোগ করেন, ঢাকায় অবস্থান করায় তাঁর ভাই মো. হানিফ তাঁর পক্ষ থেকে নমিনেশন ফরম নিতে গেলে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বিএনপি নেতা সাহাব উদ্দিনের নেতৃত্বে কিছু যুবক ফরম নিতে বাধা দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের নির্দেশে প্রধান শিক্ষক ফরম দিতে বাধ্য হন।

ফরম নেওয়ার পর বিদ্যালয় থেকে বের হওয়ার সময় মো. হানিফের কাছ থেকে ফরম ছিনিয়ে তা ছিঁড়ে ফেলা হয় এবং তাঁকে মারধর করা হয়। পরে দ্বিতীয়বার ফরম নিতে গেলে আবারও একইভাবে হামলা চালানো হয়।

প্রার্থী ইয়াসিন বাবুল অভিযোগ করেন, নির্বাচনে দাঁড়ালে তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, “আমার ভাইকে দুইবার মারধর করা হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী হলে আমাকেও মেরে ফেলতে পারে।”

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলেন, “বিনা ভোটের সংস্কৃতি বন্ধের জন্যই মানুষ আন্দোলন করেছে, এখন আবার এমন ঘটনা দুঃখজনক।”

অভিযুক্ত বিএনপি নেতা সাহাব উদ্দিন ও যুবদল নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নির্বাচনে প্রার্থী নই, নমিনেশন পত্র ছিঁড়ে ফেলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”

বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “দ্বিতীয়বার ফরম ছিঁড়ে ফেলার পর ইউএনও প্রার্থীর ভাইকে উপজেলা থেকে ফরম নেওয়ার জন্য বলেন, তবে তিনি পরে আর আসেননি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট