
স্টাফ রিপোর্টার: মো. বেল্লাল হোসাইন নাঈম
আল্লাহর আইন প্রতিষ্ঠা, ন্যায়-ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থা, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সম্মিলিত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে—এমন আহ্বান জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
তাঁরা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গণমানুষের দাবি অনুযায়ী পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগের পরিবেশ) নিশ্চিত করেই সম্মিলিত বাংলাদেশ গঠন সম্ভব।
এসময় বক্তারা উল্লেখ করেন, জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী চমক দেখাবে এবং জনগণও ইসলামিক শাসনব্যবস্থার প্রত্যাশায় দলটির প্রতি আস্থা রাখছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগ কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ি আংশিক) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ি আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নোয়াখালী-১ আসনের পরিচালক মো. দেলোয়ার হোসেন।
সঞ্চালনা করেন নোয়াখালী-১ আসনের সচিব মাওলানা মো. আক্তার হোসেন।
স্বাগত বক্তব্য দেন সোনাইমুড়ি পৌরসভা আমির মাওলানা আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমির মাওলানা মো. মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ি উপজেলা আমির হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমির মো. আবুল হোসেন রাজন, এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
অতিথি বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম, নোয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের সহসভাপতি হারুনুর রশিদ, পৌরসভা ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলাম, এবং চাটখিল-সোনাইমুড়ির স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী দিনে দেশের জনগণ ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব চায়। তাই জামায়াতে ইসলামীই পারে সত্যিকার অর্থে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে।