
মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আহবায়ক শামসুল আলম সভাপতিত্ব করেন। কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিস আহমেদ হানিফ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রেজানুর রহমান, সদস্য সচিব জসিম উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা পিন্টু, সাবেক ইউপি সদস্য সহিদ উল্যাহ, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিস আহমেদ, হাজী সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাহার উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, সাবেক সভাপতি আবদুল হান্নান, জনতা বাজার কমিটির সভাপতি মিরাজ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, মীর হোসেন প্রমুখ।
সম্মেলনের শেষে আট সদস্যবিশিষ্ট মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: শামসুর দোহা
সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইউনুস মিয়া
সহ-সভাপতি: আবদুল করিম
সাধারণ সম্পাদক: আহসান হাবিব
সিনিয়র যুগ্ম সম্পাদক: আবদুস সাত্তার
যুগ্ম সম্পাদক: মনির হোসেন
সাংগঠনিক সম্পাদক: মনির হোসেন মুন্না
সহ-সাংগঠনিক সম্পাদক: মাইন উদ্দিন চৌধুরী।