
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলায় নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয় লাভ করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ৩১৮ জন, এর মধ্যে ২৭৮ জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন—
মাসুদ আলম, তাজুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম এবং মহিলা সদস্য হিসেবে জেসমিন বেগম।
বিজয়ী সদস্যরা মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন। নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, রামনায়ণপুর স্কুলের এডহক কমিটির সভাপতি বিপুল ইসলাম পাটোয়ারী, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিছ আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকাস্থ জিয়া ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ শিপন, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমসহ অনেকে।
ফলাফল ঘোষণার সময় বিদ্যালয় প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করে। নবনির্বাচিত অভিভাবক সদস্যরা বলেন,
“তারেক আজিজ শিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই জাতীয়তাবাদী প্যানেল বিজয় অর্জন করেছে। আমরা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
নোয়াখালীর চাটখিলের নারায়নপুর হাই স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিজয় উদযাপন।