
মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৯২০ জন কৃষককে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদামসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,
“শুধু সরকারি প্রণোদনা নিলেই হবে না, সঠিকভাবে চাষ করতে হবে। পীরগঞ্জের মাটি উর্বর—এখানে সব ধরনের ফসল চাষ করা সম্ভব। কৃষকেরা যদি পরিশ্রম করেন, তাহলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।”