1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা হাতিয়ার মেঘনা নদীতে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করছেন।
হাতিয়ার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ৬ হাজার ৪০০ কেজি জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় — ছবি: প্রতিনিধি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জাটকা নিধন বন্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক দুটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৪০ হাজার টাকা।

তবে অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।

পরে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এতে এলাকায় ইতিবাচক সামাজিক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা কোস্ট গার্ডের এ উদ্যোগের প্রশংসা করেন এবং জাটকা সংরক্ষণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রমও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট