1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার অপারেশন ডেভিল হান্টে রাণীনগরে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেফতার মেটার সিদ্ধান্তে বন্ধ হলো সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ঝিনাইগাতীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত ঝিনাইগাতীতে জমি বিরোধে সংঘর্ষ: বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, নারীসহ আহত ৫ উসমান হাদী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশনায়ক তারেক রহমানের কাছে কমলনগর যুবদল নেতা মন্নানের খোলা চিঠি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্র-জনতার বিক্ষোভ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু

রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবিতে আমজনতার মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
রাণীনগর রেলগেটে যানজট নিরসনের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন
নওগাঁর রাণীনগর রেলগেটে আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবিতে আমজনতার মানববন্ধন — ছবি: নিজস্ব প্রতিনিধি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরের গলার কাঁটায় পরিণত হওয়া রেলগেটের দীর্ঘদিনের যানজট নিরসনের দাবিতে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের আহ্বান জানিয়ে সর্বস্তরের আমজনতা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার রেলগেট এলাকায় “উপজেলার সর্বস্তরের মানুষ” ব্যানারে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর ডা. আনজীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রাণীনগর রেলগেটটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে চলেছে নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়ক, যা দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভারী যানবাহন নিয়মিতভাবে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে চলাচল করে। একইভাবে নওগাঁ–রাণীনগর–আবাদপুকুর–কালীগঞ্জ সড়কেও যেতে হয় এই রেলগেট দিয়েই।

তারা জানান, দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল হওয়ায় রেলগেটে প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ থাকলে দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি পড়ে যায়, ফলে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

বছরের পর বছর সংস্কার বা বিকল্প সড়ক না থাকায় রেলগেটটি এখন লাখো মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। বক্তারা দ্রুত আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন—এই দাবি বাস্তবায়নে আশ্বাস না পেলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট