1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়: মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
পিবিআই গ্রেপ্তার করেছে লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মানব পাচারকারী সদস্য খন্দকার রিফাত হোসেন
লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ ও ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সদস্য খন্দকার রিফাত হোসেনকে গ্রেপ্তার করেছে পিবিআই। চক্রের অন্যান্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃত খন্দকার রিফাত হোসেন (২৬) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কামুটিয়া গ্রামের খন্দকার রমজানের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) পিবিআই পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আসামিকে গত সোমবার ঢাকার গেন্ডারিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, ২০২১ সালের মার্চে রিফাত অবৈধভাবে লিবিয়ায় যান। সেখানে মাফিয়া আবদুল্লা, মোহাম্মদ এবং তানভীরদের সঙ্গে পরিচয় ও সহযোগিতা গড়ে ওঠে। ভিকটিম মো. লিটন হোসেন ওরফে সুজন (২৫) লিবিয়ার একটি ওয়ার্কশপে চাকরি করার সময় রিফাতের সঙ্গে পরিচয় হয়। রিফাত জানতে পারেন ভিকটিম ইতালি যাওয়ার জন্য টাকা জোগাড় করছে। এরপর ভিকটিমকে ২০২৪ সালের ২৭ জানুয়ারি জোরপূর্বক অপহরণ করে আসামির বাসায় নিয়ে যায়, হাত-পা বেঁধে মারধর করে এবং ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

ভিকটিমের কাছ থেকে প্রথমে ৭২ হাজার দিনার (প্রায় ১৫ লক্ষ টাকা) নেওয়া হয় এবং পরে ৫ লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে নেওয়া হয়। দুই মাস ২০ দিন ধরে ভিকটিম আটক রেখে আরও টাকা দাবি করা হয়। ২০২৪ সালের ১৬ এপ্রিল ভিকটিমকে মুক্তি দেওয়া হয়।

পিবিআই পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং লিবিয়ায় বিভিন্ন দেশের মাফিয়া চক্রের সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশী প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের কার্যক্রম চালিয়ে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট