
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান প্রকাশ রুবেল (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি সাত্রাপাড়া গ্রামের ইকবাল হোসেন মানিকের ছেলে।
থানার উপপরিদর্শক (এসআই) অলি উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০০ গ্রাম গাঁজা, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৩০০ টাকা উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”