
শাহিন হাওলাদার | বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ ভূমিকা রাখায় আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ। সম্প্রতি জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশালের পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিন ওসি আবুল কালাম আজাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জেলার আট থানার মধ্যে সর্বাধিক দক্ষতা, সততা, ও পেশাদারিত্বের ভিত্তিতে বাকেরগঞ্জ থানাকে এগিয়ে রেখে ওসি আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন।
পুলিশের দায়িত্ব পালন শুধু আইন প্রয়োগ নয়, জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য—এমনটাই জানালেন ওসি আবুল কালাম আজাদ। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন,
“আমাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় বরিশাল জেলার পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিন স্যারসহ জেলার ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সম্মাননা শুধু আমার নয়, বাকেরগঞ্জ থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল।”
তিনি আরও বলেন, “জনগণের সেবায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাকেরগঞ্জ থানার প্রতিটি সদস্য দিনরাত পরিশ্রম করছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাব।”
জানা যায়, ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাকেরগঞ্জ থানায় মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন দমন, চুরি ও ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তার মানবিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত প্রতিক্রিয়াশীল পদক্ষেপের কারণে স্থানীয় জনগণের কাছেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
এদিকে, বরিশালের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, ওসি আবুল কালাম আজাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নেতৃত্বের কারণে বাকেরগঞ্জ থানা বর্তমানে জেলার অন্যতম সেরা থানায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার অবদান প্রশংসনীয় এবং এটি জেলার অন্যান্য থানার কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।
ওসি আজাদের এই অর্জনে বাকেরগঞ্জ উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তার নেতৃত্বে থানার কর্মকাণ্ডে যে স্বচ্ছতা ও মানবিকতা দেখা যায়, তা এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা রাখছে।
ওসি আবুল কালাম আজাদের এই সাফল্য আবারও প্রমাণ করে, নিষ্ঠা ও দায়িত্ববোধ থাকলে একজন পুলিশ কর্মকর্তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।