
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে থানার পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চাটখিল থানার পুলিশ হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়,
অভিযান চলাকালে নোয়াখালী-থ ১১-৭৪৪৩ নম্বর সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে সিএনজির পিছনের অংশ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মীর আলীপুর হাজী বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫) এবং একই গ্রামের বাঁশতলা বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. হাছান (৩২)।
এসআই নয়ন কান্তি দাশ জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ ধারায় মামলা (নং-০৮, তাং-১২/১১/২৫ইং) রুজু করা হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে চাটখিল থানা পুলিশ কঠোর অবস্থানে আছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”