
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর গেটের সামনে আনসার বাহিনীর সঙ্গে এক অ্যাম্বুলেন্স চালকের কথাকাটাকাটির জেরে হাসপাতালের অভ্যন্তরে অ্যাম্বুলেন্স ও অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীদের ট্রলিতে করে মূল সড়ক পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে।
একজন সিজার হওয়া রোগী জানান,
“হাসপাতালের ভিতরে এখন কোনো অ্যাম্বুলেন্স বা অটো ঢুকতে দিচ্ছে না। আনসার বাহিনীর সঙ্গে বাইরের ড্রাইভারদের ঝামলার কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এই পরিস্থিতিতে ট্রলিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে রোগীরা বিপাকে পড়ছেন, অন্যদিকে হাসপাতালের সামনের রাস্তায় ট্রলি চলাচলের কারণে ট্রাফিক জটও বেড়ে গেছে।
আজ (১৩ নভেম্বর) আবারও এক অটোরিকশা চালকের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটজন আনসার সদস্য ওই ড্রাইভারকে মারধর করেন। এর আগে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, হাসপাতালের এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত। তারা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের লোকেরা রামেক আশেপাশে মাদক সেবন করছে এবং প্রশাসনকে মাসোহারা দিচ্ছে।
রাজশাহীবাসী এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।