
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুর জেলায় অক্টোবর ২০২৫-এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা উন্নয়ন ও দক্ষ নেতৃত্ব প্রদর্শনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে গাজীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ওসি বারিকের হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন। এ সময় পুলিশ সুপার তার নিষ্ঠা, কর্মদক্ষতা, দূরদৃষ্টি ও দায়িত্বশীল পুলিশিংয়ের প্রশংসা করেন। তিনি বলেন,
“ওসি বারিকের ধারাবাহিক কর্মদক্ষতা গাজীপুর জেলা পুলিশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
পুরস্কার হাতে পাওয়ার অনুভূতি প্রকাশ করে ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন,
“এই সম্মান শুধু আমার নয়—শ্রীপুর থানার সকল পুলিশ সদস্য এবং এলাকার জনগণের সম্মিলিত সহযোগিতার ফল। আরও জনবান্ধব সেবা এবং নিরাপদ সমাজ গঠনে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”
স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সহকর্মীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন—তার নেতৃত্বে শ্রীপুর মডেল থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।