
মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:
শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় আলোচনা করা হয় পূর্ববর্তী মাসের সিদ্ধান্তের বাস্তবায়ন, জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা, স্পর্শকাতর মামলা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সবাইকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে জেলার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ৮ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য:
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: নালিতাবাড়ী থানার মোঃ সোহেল রানা
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): শেরপুর সদর থানার মোঃ জাহাঙ্গীর আলম খান
শ্রেষ্ঠ এসআই: নালিতাবাড়ী থানার মোঃ বিল্লাল হোসেন
শ্রেষ্ঠ এএসআই: শেরপুর সদর থানার মোঃ শফিকুল ইসলাম
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট লাইলী আক্তার
মোবাইল উদ্ধারকারী অফিসার: এএসআই মোঃ উমর ফারুক
বিশেষ পুরস্কার (ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন): শেরপুর সদর থানার এসআই মোঃ নজরুল ইসলাম, এলআইসি শাখার এসআই মোঃ আশিকুর রহমান
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা পুলিশের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিরীক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।