
শেরপুর প্রতিনিধি: শেরপুরে উপজেলা প্রশাসন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে। এ সময় নজরুল ইসলাম (৩৫) নামের এক ডিলারকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের শেখহাটি বাজারের এক গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। আটক নজরুল শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করলেও গ্রাহকদের সরাসরি চাল সরবরাহ না করে তা “জান্নাত এন্টাপ্রাইজ” নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করছিলেন। এই তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। অভিযান শেষে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে থানায় নেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।