
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগে কলেজ শিক্ষক তানজির আহমেদ সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ভুক্তভোগী নারী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটে গত ১৫ নভেম্বর উপজেলার মোসলেমগঞ্জ বাজারে।
আসামি তানজির আহমেদ সাকিব কালাই উপজেলার তেলিহার গ্রামের আফতাব হোসেনের ছেলে এবং ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক।
মামলার বর্ণনায় উল্লেখ করা হয়েছে, শিক্ষকতার পাশাপাশি সাকিব স্থানীয় একটি ফার্মেসিতে ঔষধ বিক্রয় ও পল্লী চিকিৎসকের কাজ করেন। ১৫ নভেম্বর এক গৃহবধূ ঔষধ নিতে ও প্রেসার মাপাতে তাঁর দোকানে গেলে তিনি তাঁকে চেম্বারে বসার পরামর্শ দেন। পরে দোকানের শাটার নামিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়েছে। ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি সেখান থেকে সরে যান।
এ ঘটনায় বিচার চেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী এফ.এম. মনজুরুল বারী জানান,
“মামলাটি আদালত গ্রহণ করেছেন এবং তদন্তের জন্য কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।”
মামলার বাদীপক্ষ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আসামির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল—যেমন সমবায় সমিতির সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত বিরোধ, এবং প্রশাসনিক তদন্তের ঘটনা। এসব বিষয় এখনও তদন্ত ও বিচারাধীন হওয়ায় অভিযোগগুলো প্রমাণিত নয়।