
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার নন্নী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উত্তরবন ব্রিজপাড় এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন নকলা-নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন নন্নী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান কামাল। সমাবেশে বক্তব্য রাখেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, সহ-সভাপতি আবুল কালাম, মোফাচ্ছেল হোসেন, ইসকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম ও যুবদল নেতা রাসেল সরকারসহ অনেকে।
কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।