আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা টঙ্গীর বড় দেওড়া টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বড় দেওড়া কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো. নোয়াব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় দেওড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম আবু মুসা, নূর মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুস সুবহান এবং বাইতুল হারেজ জামে মসজিদের ইমাম মো. হাবিবুল্লাহ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাফর আলী, দৈনিক বিজয়বাংলা টিভির নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, সংবাদ আলোচনার সম্পাদক মো. ইউনুসসহ শামীমা খানম, মো. আশরাফুল আলম, শারমিন আক্তার, মাসুদ আলম, কিবরিয়া খানম, চায়না আক্তার, সাকিল, পারভেজ মারুফ, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সরকার, মো. আক্তার হোসেন ডালিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এছাড়াও টঙ্গীর বিভিন্ন মসজিদের প্রায় ৩০–৩৫ জন ইমাম ও খতিব দোয়া মাহফিলে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বায়তুন নাঈম জামে মসজিদের খতিব মো. আসিফ, বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মো. আব্দুল মতিন, খাতুনে জান্নাত জামে মসজিদের ইমাম জয়নুল আবেদীন এবং মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শওকত আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা মো. নোয়াব আলী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মজলুম নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে, তা দেখে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন, এখন তিনি জাতির অভিভাবক। তাঁর সুস্থতার জন্য মানুষ দল-মত ভুলে দোয়া করছে—এটি প্রমাণ করে বেগম জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী।”
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।









