মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত এবং তাঁর ভাতিজি গুরুতর আহত হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে সোমবার (২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত নুর নাহার (৪৫) ওই গ্রামের আব্দুল গফুর সরদারের ডিভোর্সী মেয়ে। আহত খাদিজা (১৫) মতিন সরদারের মেয়ে এবং স্কুলছাত্রী। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে একই কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাঁদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে দুজনেই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই ফুফু নুর নাহারের মৃত্যু হয়। ভাতিজি খাদিজা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও এর প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি নিহতের পরিবার বা পুলিশ।









