আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার সাড়ে ১১টার দিকে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থার সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবির, মাহফুল হান্নান, বিল্লাল হোসেন, খোকন প্রধান, টিপু সুলতান, আলমগীর হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল মন্ডল, কুতুব উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও প্রতিবন্ধীরা।
মাহফিলের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মী ও প্রতিবন্ধীরা একযোগে তার সুস্থতা কামনা করেন।









