
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায় পরকীয়া সম্পর্ক ঘিরে এক নারী প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সন্তানের জননী জুলেখা বেগম (জুলি) অভিযোগ করেন, দীর্ঘদিনের সম্পর্কের পর প্রেমিক রেজাউল করিম ওরফে বাবু তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি সোমবার সকাল থেকে তার বাড়িতে অবস্থান শুরু করেছেন। তিনি জানান, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে সরে যাবেন না।
জুলেখা বাড়িতে প্রবেশ করার পরই রেজাউল করিম পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান। ঘটনাটি জানতে পেরে আশপাশের শত শত মানুষের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা বিপাকে ফেলে জুলেখাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী জুলেখার সঙ্গে ২০২১ সালে স্থানীয় একটি কাপড়ের দোকানের কর্মচারী রেজাউল করিম বাবুর পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে। জুলেখার অভিযোগ, সম্পর্কের শুরুর দিকে বাবু তার একটি ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন এবং পরে ঋণ তোলাসহ বিভিন্ন আর্থিক চাপে ফেলেন। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
গত এক বছরে বিষয়টি স্বামী ও এলাকাবাসীর জানা হয়ে গেলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। শেষে জুলেখা বাবুর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে সেখান থেকে বের করে দিতে চাইলে জুলেখা বলেন, “স্বামী আর আমাকে গ্রহণ করবে না, তাই বাবুকে বিয়ে করতেই হবে; না হলে আত্মহত্যা করবো।”
এলাকাবাসী ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্ত বাবুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।