
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন পেশার মোট ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন—
হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান এবং আমিনুল হক।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নানসহ অন্যান্য পেশাজীবীরাও বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
বক্তব্য রাখেন—
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির,
মাহফুল হাসান হান্নান, আবুল প্রধান, সাইফুল হক মোল্লা, সাফায়েত হোসেন আকন্দ, বিল্লাল হোসেন, খোকন প্রদান, টিপু সুলতান, রেজাউল করিম খোকন প্রমুখ।
বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।