1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জয়পুরহাটে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার মহিলা ইউপি সদস্যের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
“জয়পুরহাট আদালতে সাংবাদিক হামলা মামলায় গ্রেফতার ইউপি সদস্য নুরবানুকে হাজির করা হচ্ছে।”
সাংবাদিক হামলার মামলায় গ্রেফতার ইউপি সদস্য নুরবানুর জামিন নামঞ্জুর—আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এনটিভি অনলাইনের পাঁচবিবি ও জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার ঘটনায় গ্রেফতার হওয়া মহিলা ইউপি সদস্য নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তাকে পাঁচবিবি থানা পুলিশ আদালতে হাজির করলে চীফ জুডিশিয়াল আমলী আদালত–২ এর বিচারক ক্যাথরিন গমেজ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক।

এর আগে বুধবার রাত ১২টা ২০ মিনিটে আয়মারসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। মামলার অপর আসামি আনোয়ার মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি তার পথ আটকে রাগান্বিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালান, এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।

হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন,
“সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি প্রদর্শন করে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি এই ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার চাই।”

ঘটনার সূত্রে জানা যায়, ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে মহিলা মেম্বার নুরবানু ও পুরুষ মেম্বার আনোয়ারের ‘পরকীয়া সম্পর্ক’-বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জেরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালান।

জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন,
“একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন,
“অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট