আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে গণমিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীবাজারের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিলে যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। এর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী বাজার এলাকায় এসে সমবেত হন।
গণমিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সেলিম কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসন থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির পক্ষে ভোট চাওয়ার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।









