1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ২৪ নতুন সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিক বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন ২৪ সদস্যকে ফুল দিয়ে বরণ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্যের আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানের একাংশ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন সদস্যদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেসক্লাবের জন্য একটি আনন্দের দিন। নতুন সদস্যদের আগমনের মধ্য দিয়ে আমাদের সংগঠন আরও শক্তিশালী, প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠেছে। বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি পেশাগত সংগঠন নয়, এটি আমাদের সবার জন্য একটি পরিবার। আপনাদের যোগদানে এই পরিবার আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, নতুন সদস্যরা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করবেন।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। দায়িত্বশীল সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট