1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

ওসমান হাদী হত্যাচেষ্টা: ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী নালিতাবাড়ীতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ওসমান হাদী হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িতদের সহযোগী আটক করছে বিজিবি
ওসমান হাদী হত্যাচেষ্টা মামলায় জড়িতদের ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে নালিতাবাড়ী সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) এবং নিকোলাস রেমারের ছেলে চিসল নেংমিনজা (২৩)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে ময়মনসিংহে ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পরপরই অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, ঘটনার দিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্ত এলাকার সম্ভাব্য সব রুট চিহ্নিত করে টহল জোরদার করা হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা সংলগ্ন আন্দারুপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা নেওয়া হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট